সোমবার (৩ মার্চ) মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। আসর শুরুর প্রথম দিনেই হেরেছে আবাহনী-মোহামেডান।
ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটিংয়ে আবাহনীর বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের আরেক খেলায় মোহামেডানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় আছেন তামিম ইকবাল। অন্যদিকে মোহামেডানের অধিনায়কও তিনি।
আর নিজের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাবের কাছেই বড় ব্যবধানে হারলো তামিমের নেতৃত্বাধীন মোহামেডান!
তবে ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরিতে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় গুলশান।
১১০ বলে ১০৮ রানের হার না মানা ইনিংস খেলেন ইফতি।
মোহামেডানের হয়ে আবু হায়দার রনি উইকেট শিকার করেন ৪টি।

২২ বলে ২২ রান করে তামিম বিদায় নিলে ২৩ বলে ৯ রান করা রনি তালুকদারও ফেরেন সাজঘরে।
গুলশানের হয়ে সেঞ্চুরি হাঁকানো ইফতি শিকার করেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ ইলিয়াস।

৫১ বলে ২০ রান করে নাঈম হাসানের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি। মোহাম্মদ মিথুনও টিকতে পারেননি বেশিক্ষণ।
তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ইমন।এরপর শুভাগতর বলে আউট হয়ে ফেরেন সাজঘরে।
তাদের উদ্ধোধনী জুটি থেকে আসে ৫৮ রান। ইমরান আউট হলে ভাঙে তাদের জুটি।
আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৫ রান। এরপর সাদমানের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস।
দলীয় ১০৪ রানে সাজঘরে ফেরেন সাদমান।
আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭০ বলে ৪৬ রান। এরপর অমিত হাসানের সঙ্গে জুটি গড়েন ইমরুল কায়েস।
তৃতীয় উইকেট জুটিতে আসে ১২৫ রান। ৯৪ রানে আউট হন ইমরুল। ৩ চার ও ৭ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।

সেখান থেকেই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে দলকে জেতান শামীম হোসেন।
প্রাইম ব্যাংক জিতে যায় ৩৩তম ওভারে।
৩টি উইকেট করে নেন প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাজমুল ইসলাম।
