খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি থেকে রিজওয়ানদের পথ ধরে বিদায় নিলো শান্তবাহিনীও

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি এই ডানহাতি পেসার। দুর্দান্ত এক ইনসুইংয়ে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন। ইয়াং ডাক মারায় কোনো রান করার আগেই উইকেট হারায় কিউইরা।

অভিজ্ঞ উইলিয়ামসনকে থিতু হতে দেননি নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৫ রান করেছেন তিনি।

১৫ রানে দুই উইকেট হারানোর পর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে মিলে কিউইদের টেনে তোলার চেষ্টা করেন। তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৩ বলে ৫৭ রান। বিপজ্জনক হতে যাওয়া এই জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ১৬তম ওভারে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের বল ডেকে এনে বোল্ড হয়েছেন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৩০ রান।

একশর আগেই তিন উইকেট তুলে কিউইদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপরই যেন চীনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। চতুর্থ উইকেটে এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি পেয়েছেন রাচিন। ৯৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১২ রান করে সাজঘরে ফিরেছেন রাচিন। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

রাচিনের বিদায়ের পর বাকি কাজটা ভালোভাবেই করছিলেন ল্যাথাম। তবে ফিফটির পর রান আউটে কাটা পড়েন তিনি। এরপর গ্লেন ফিলিপ ও মাইকেল ব্রেসওয়েল মিলে নিরাপদেই জয়ের বন্দরে নোঙর করেন।

এর আগে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুর পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত। তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম। ভালো শুরুর পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড। আক্রমণে এসেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম, ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন তামিম।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনে নেমে ব্যর্থ এই অলরাউন্ডার। অবশ্য উইকেটে এসেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে শুরু করেছিলেন তিনি। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে উইল ও’রুর্ককে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন। তার আগে ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

মিরাজের পর উইকেটে এসে বেশ ভুগেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং সহায়ক উইকেটেও কিউই বোলারদের সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন এই ব্যাটার। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় আজ একেবারেই ব্যর্থ। ২৪ বল খেলে করেছেন মাত্র ৭ রান।

হৃদয়ের ধীরগতির ব্যাটিংয়ের প্রভাব পড়ে দলের রান রেটেও। ফলে উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তাতে হিতে বিপরীত হয়। ২৩তম ওভারে ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ২ রান।

মুশফিক-হৃদয় দ্রুত ফেরার পর বড় দায়িত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অভিজ্ঞ এই ব্যাটার এমন পরিস্থিতি থেকে দলকে অনেকবার রক্ষা করেছেন। তবে এবার আর পারলেন না। অল্পেই যেন ধৈর্য হারালেন তিনি। ২৭তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি, ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ডম্যানে। সেখানে দাঁড়িয়ে থাকা ও’রুর্ক সহজ সুযোগ হাতছাড়া করেননি। ৪ রান করে মাহমুদউল্লাহ ফেরায় বিপদে বাংলাদেশ।

 

তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হয়েছেন তিনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে প্রতিরোধ গড়েন তিনি। তাতে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন। এরপরও দেখে-শুনে খেলছিলেন। তবে ৩৮তম ওভারে ও’রুর্ককে পুল করতে গিয়ে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক। একেবারেই টাইমিং হয়নি, বল সোজা উপরে ওঠে যায়। ব্রেসওয়েলের হাতে ধরা পড়ার আগে ১১০ বলে ৭৭ রান করেছেন শান্ত।

আট নম্বরে ব্যাট করতে এসে পাল্টা আক্রমণ করেন রিশাদ হোসেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ২ চার আর এক ছক্কায় ২৫ বলে করেছেন ২৬ রান। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে ফিনিশিংয়ের চেষ্টা করেন জাকের আলি। তবে ভাগ্য তার সহায় হয়নি। রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরার আগে ৪৫ রান এসেছে তার ব্যাট থেকে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy