খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৩০শে জুলাই ২০২৫

ডিপিএলে দলবদল স্থগিতের অনুরোধ সাকিবের

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে একদিনের মধ্যে নিজেই দলবদল স্থগিতের অনুরোধ জানিয়েছেন সাকিব। 

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)।
বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দেন। যে কারণে ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএল।
আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

গত শনিবার এবং রোববার দুই দিনব্যাপী চলেছে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো।

যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটিতে ইতিমধ্যে তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা।

সবশেষ শনিবার অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল তারা, সাকিব ছবিও পাঠিয়েছিলেন দল বদল করার জন্য।
তবে রবিবার জানা গেল গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করাতে তাকে।

সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ।

ডিপিএলে দলবদল স্থগিতের অনুরোধ সাকিবের

রূপগঞ্জের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন,

‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’

তিনি আরও বলেন,

‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করবো।’

এর আগে বিপিএলের জন্য চিটাগং কিংসে নাম লেখালেও খেলতে পারেননি সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে মিরপুর থেকে টেস্টকে বিদায় বলতে চেয়েও সেটি পারেননি। এর মধ্যে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ ও পরে নিষিদ্ধ হয়।

আজ শেষ হয়েছে প্রিমিয়ার লিগের দুই দিন ব্যাপী দলবদল। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসর।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy