খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

৫১ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দুর্দশার দিন

ম্যানচেস্টার ইউনাইটেড ছন্দে নেই অনেকটা দিন ধরে। ইংলিশ ফুটবলে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন দলটা লিগ শিরোপার মুখ দেখে না ২০১৩ সালের পর থেকে। একে একে এসেছেন বহু কোচই। তবে লিগ টেবিলে ইউনাইটেডের দুর্ভাগ্যের গল্পটা শেষ হয়নি। গতকাল রাতে টটেনহ্যামের বিপক্ষে হারের পর ৫ দশক আগের লজ্জাজনক অবস্থানেও ফিরতে হয়েছে তাদের।

১৯৭৩-৭৪ মৌসুমের পর ইংলিশ শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড। ৫১ বছর আগে সেই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১৩ ম্যাচ হারা ইউনাইটেড অবনমিত হয়েছিল। তবে এবারে এখন পর্যন্ত সেই অবস্থানে নেই তারা। গতকাল ১২তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে।

গতকাল ইউনাইটেডকে হারিয়ে টটেনহ্যামও অবশ্য ইতিহাসকে ফিরিয়েছে নতুনভাবে। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি। গতকালের ম্যাচে স্পার্সদের জয় এসেছে ১-০ গোলে। ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটিই তাদের জয় এনে দিয়েছে এদিন।

আমোরিমের দল অবশ্য সমতা ফেরানোর ভালো সুযোগই পেয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো গোলমুখে একে একে তিনটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য টটেনহ্যাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিওর অবদানটাকেও খাটো করার অবকাশ নেই।

গতকালের ম্যাচের পর প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে ফরোয়ার্ডের তকমাও পেয়ে যেতে পারেন আর্জেন্টাইন তারকা গারনাচো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১০ এর বেশি সুযোগ পেয়ে সবচেয়ে কম গোল করার লজ্জাজনক কীর্তি এখন এই আর্জেন্টাইনের।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy