খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫

আবারও চোট সৌম্যের; অনিশ্চিত চ্যাম্পিয়নস ট্রফি

সাম্প্রতিক সময়ে চোট আর সৌম্য সরকার যেন পরস্পরের অবিচ্ছেদ্য সঙ্গী । সদ্য সমাপ্ত বিপিএলেও চোটের কারণে শুরুর দিকের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ওপেনার। তবুও তাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। সে কারণে তাকে রেখেই টাইগারদের স্কোয়াড সাজানো হয়েছিল। তবে আইসিসির এই মেগা টুর্নামেন্টের অনুশীলন শুরু হতেই ফের চোটে পড়েছেন সৌম্য।

গত শনিবার থেকে চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আজও (সোমবার) ক্রিকেটাররা মিরপুর শের-ই বাংলায় অনুশীলনে নামেন। সেখানেই নতুন করে চোটে পড়েছেন সৌম্য। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য।

পরবর্তীতে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের প্রাথমিক শুশ্রূষা দিয়েছেন। কিছুক্ষণ বাদে সৌম্য সোজা হাঁটা ধরেন ড্রেসিংরুমে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা ডান হাতের এই আঙুলের ইনজুরি থেকেই সেরে ওঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ফিজিও। এমনকি আজ আবারও সৌম্য’র ব্যাটিং অনুশীলন করার কথা রয়েছে।

এবারের বিপিএলে এলিমিনেটর–সহ মোট ১৩টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এর মধ্যে সৌম্য খেলতে পেরেছেন মোটে ৪ ম্যাচ। ব্যাট হাতে তিনি ছন্দেও ফিরতে শুরু করেছিলেন। লিগপর্বের শেষ ম্যাচে রংপুরের ব্যাটিং বিপর্যয়ে পড়ার দিনে একাই রান করেছেন তিনি। ৪৮ বলে খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। যদিও খুলনা টাইগার্সের বিপক্ষে সেদিন হার এড়াতে পারেনি রংপুর।

এ ছাড়া এলিমিনেটর ম্যাচে কোনো বল মোকাবিলা করার আগেই রানআউটে কাঁটা পড়েন সৌম্য। ফলে তার দলও ব্যাটিং ব্যর্থতায় হেরে বিদায় নেয় বিপিএল থেকে। এরপর জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ থাকলেও, সেটি এখন অনিশ্চয়তায় পড়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy