খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১২ই মার্চ ২০২৫

বিদেশ সফরের আগেই সাবিনাদের সংকট সমাধানে আশাবাদী বাফুফে সভাপতি

বাফুফে সভাপতির অনুরোধের পরও, জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী ১৮ ফুটবলার। কোচ ও নারী ফুটবলারদের রেষারেষিতে ঝুলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভাগ্য। প্রস্তুতি ম্যাচ খেলতে ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এর আগে এমন সংকট ভোগাতে পারে দলকে। তবে বাফুফে নারী উইং চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে ফিরে আসবে বিদ্রোহী ফুটবলাররা। তাই নেই কোনো বিকল্প পরিকল্পনা। এদিকে বিদ্রোহীদের অপেক্ষায় না থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার।

নারী ফুটবলে উদ্ভুত সংকটের পর থেকেই প্রতিদিনই বাফুফেতে সাংবাদিকদের ভিড়। কোন সময় কী ঘটে? কে কী বলে? সাংবাদিকদের সেই তৎপরতা আজ একটু বেশিই ছিল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুপুর বারোটা নাগাদ ফেডারেশনে এসেছিলেন। ঘণ্টা তিনেকের বেশি সময় অবস্থান করেছেন।

ভবন ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকরা সভাপতিকে ঘিরে ধরেছিলেন। সকলের সঙ্গে হাত মিলিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেও আনুষ্ঠানিক কোনো ইস্যুতে মন্তব্য করেননি। গাড়িতে উঠতে উঠতে বলছিলেন, ‘এখন অডিট নিয়ে ব্যস্ত।’

সাংবাদিকরা বিক্ষিপ্তভাবে নারী ফুটবল নিয়ে প্রশ্ন ছুড়ছিলেন। উত্তরে শুধু বললেন, ‘সব হবে।’ বাফুফের আর্থিক বিষয়াদি দেখতে ফিফার প্রতিনিধি দলের এই সপ্তাহে আসার কথা রয়েছে। এ নিয়ে বাফুফের আভ্যন্তরীণ অডিট কমিটি কাজ করছে। পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও এই বিষয় নিয়ে জোর দিয়েছেন। ফিফার অডিট প্রতিনিধি দলের উপর বাফুফের আর্থিক বিষয়াদি নির্ভর করছে।

বাফুফের কাছে অডিট গুরুত্বপূর্ণ হলেও পুরো ক্রীড়াঙ্গনে ও নাগরিক সমাজের দৃষ্টি মূলত নারী ফুটবল নিয়ে। কোচ-খেলোয়াড় অনড় অবস্থায় ফেডারেশন কী করছে? সবারই কৌতূহল। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ আসেননি ফেডারশেনে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ফেডারেশনে আসলেও গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি। অগত্যা বাফুফের সহ-সভাপতি সাব্বির হোসেন আরেফকেই আসতে হয়েছে মিডিয়ার সামনে।

ইংল্যান্ড থেকে মালয়েশিয়া হয়ে বাফুফে সভাপতি তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছেন গত সপ্তাহের বুধবার। পরের দিন বৃহস্পতিবার ফেডারেশনে মধ্য রাতে এসেছিলেন। আজ রোববার কর্মদিবসের সময় আসায় নির্বাহী কমিটির তিন সহ-সভাপতি ও কয়েকজন সদস্য এসেছিলেন। নারী ফুটবল ইস্যুতে আরেফ সভাপতির কোর্টে বল রেখে বলেন, ‘সামগ্রিক বিষয় আপনারা সবাই জানেন। প্রক্রিয়াধীন আছে। সভাপতি ইতিবাচক। আশা করি সমাধান হবে।’

১৮ জন নারী ফুটবলার বাফুফে সভাপতি বরাবর কোচ নিয়ে অভিযোগ করেছিলেন। এ নিয়ে গঠিত বিশেষ কমিটি বৃহস্পিতবার প্রতিবেদন জমা দিয়েছে। ১৬ ফেব্রুয়ারি যশোরে বাফুফে নির্বাহী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নারী ফুটবলে উদ্ভুত পরিস্থিতিতে সেই সভা এগিয়ে আনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন হলে আরেফ বলেন, ‘সভাপতি থাকবেন না বাইরে যাবেন। উনি আসলে হবে।’

সহ-সভাপতির তথ্য মতে, এই সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার লন্ডন সফরে যেতে পারেন তাবিথ। নারী ফুটবলারদের বিষয়টি সভাপতির উপর তাই তখন তার অনুপস্থিতি আরও বিলম্ব হতে পারে। তিনি দেশে থাকাবস্থায় এর সমাধানে আশাবাদ ব্যক্ত করলেন সহ-সভাপতি আরেফ, ‘আমরা তো চাই আজ-ই সমাধান হোক। সভাপতি এ নিয়ে কাজ করছেন। সব রকম চেষ্টা চলছে। আশা করি আপনারা তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য জানিয়েছেন, ফিফার অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশেই রয়েছেন। চলতি মাসেই একটি নির্বাহী সভা আয়োজন করতে চান তিনি। জানুয়ারি মাসে বাফুফে নির্বাহী সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভাপতি বিদেশ থাকায় হয়নি।

নারী ফুটবলে উদ্ভুত পরিস্থিতিতে বাফুফে সংকটে। কঠিন পরিস্থিতিতেও বিব্রত নন বাফুফের এই কর্তা, ‘বিব্রত নয়, ভুল বোঝাবুঝি হতে পারে। একটু গ্যাপ ছিল, পূরণের চেষ্টা চলছে। মেয়েরা জাতীয় অহঙ্কার। কোচ-খেলোয়াড় দুই জন দুই জনের ভুল বুঝবে।’

৩০ অক্টোবর নারী ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে। গত তিন মাস বাফুফে চুক্তি নবায়ন করেনি। নারী ফুটবলে টালমাটাল সময়ে হঠাৎ বাফুফে চুক্তি নিয়ে মনোযোগী। সমাধান না করে চুক্তি নিয়ে প্রশ্ন উঠলেও এই সহ-সভাপতি বলছেন, ‘সমাধান হচ্ছে তারপর তো চুক্তি।’ চুক্তির বিষয়টি আর্থিক। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে ফিন্যান্স কমিটিতে চার সহ-সভাপতিও রয়েছেন। নারী ফুটবলের চুক্তি নিয়ে এখনো কোনো সভা হয়নি জানান আরেফ। অন্য দিকে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও নারী ফুটবলারদের চুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারেননি আজ।

বাংলাদেশ নারী ফুটবল দলের আরব আমিরাত সফর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ঐ সফরে কারা যাচ্ছেন এবং চুক্তি কবে নাগাদ হচ্ছে এই বিষয়গুলো বাফুফে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি। চলতি সপ্তাহের শেষ দিকে সভাপতি একটি নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy