ডিপিএলের মোহামেডানে তামিমসহ একঝাঁক তারকার মেলা
শুক্রবার বিপিএলের একাদশতম আসরের সমাপ্তি হলো। এবার আলোচনায় দেশের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এরই মাঝে উত্তাপ ছড়াতে শুরু করেছে। দরজায় কড়া নাড়তে থাকা এবারের আসরের দলবদল চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।
শেষ সময়ে দলের কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন দল গোছাতে। বরাবরের থেকে এবার যেন আরো বড় দল গড়তে যাচ্ছে দেশের ক্রিকেটের নামী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি আসরে দলটিতে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এছাড়া রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।
তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম, মুশফিক হাসানরাও রয়েছেন দলে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, রনি তালুকদারও রয়েছেন দলে। কোচিং প্যানেলে মিজানুর রহমান বাবুল রয়েছেন। ম্যানেজার হিসেবে রয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।
দলটির সংগঠক তরিকুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করলেও দলের অধিনায়কত্ব কে করবেন সেটি এখনো নিশ্চিত নয়।