খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

পারিশ্রমিক কেলেঙ্কারি কাটিয়ে জয় দিয়ে ছন্দে ফিরলো বিতর্কিত রাজশাহী

৬ ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর পারিশ্রমিক বিতর্কে টালমাটাল এবারের আসর দিয়ে বিপিএলে ফেরা দুর্বার রাজশাহীর। পারিশ্রমিক ইস্যুতে কয়েকদিন খবরের শিরোনামে থাকা ফ্র্যাঞ্চাইজিটি জয়ে ফিরেছে। ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছিল ১৪৯ রানের বড় ব্যবধানে। আজ (শুক্রবার) বোলিং নৈপুণ্যে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন রাজশাহী ৬৫ রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে।

 

বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে দু্র্বার রাজশাহী। আগে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে সিলেটের হয়ে জাকির হাসান (৩৯ রান) বাদে আর কেউ বলার মতো স্কোর গড়তে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে রানে থামে সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ইনিংস বড় হয়নি কারোরই। তবে ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন জিসান। দ্রুত রান তুলতে থাকা বিজয়কে ফেরান রুয়েল মিয়া। ২২ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৩২ রান করেন রাজশাহীর অধিনায়ক।ইয়াসিরের ফেরার পর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ছক্কা হাঁকান এই ব্যাটার।

সেই বার্লকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান। ২৭ বলে এক চার ও তিন ছক্কায় ৪১ রান করেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে ঝড় তুলতে পারেননি রাজশাহীর কোন ব্যাটার। ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেন আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।তিন উইকেট শিকার করেন রুয়েল মিয়া। লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই পল স্টার্লিংকে হারায় সিলেট স্ট্রাইকার্স। টিকতে পারেননি রনি তালুকদারও। দুইজনকেই শিকার করেন সানজামুল ইসলাম।

তবে এরপর বড় জুটি গড়েন জর্জ মানসি ও জাকির হাসান। শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লে তে ৪৫ রান তোলে সিলেট। সিলেটকে সঠিক পথেই রেখেছিলেন জাকির-মানসি জুটি। তবে ইনিংসের ১০ম ওভারে মার্ক দেয়ালের শিকার হয়ে ফেরেন জাকির হাসান। ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৯ রান করেন তিনি। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন জর্জ মানসি। ২২ বলে ২০ রান করেন এই স্কটিশ ব্যাটার।

চোখের পলকেই ফিরে গেছেন অ্যারন জোন্স ও নাহিদুল ইসলাম। ফলে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সিলেট। এরপর জাকের আলীর একাকী চেষ্টা হারের ব্যবধানই কমিয়েছে। ২০ বলে ৩১ রান করেন জাকের আলী। শেষ পর্যন্ত ১১৯ রানে অলআউট হয় সিলেট। সিলেটের হয়ে তিনটি উইকেট শিকার করেন সানজামুল ইসলাম।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy