মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ
মুশফিকুর রহিমকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়ে পরের দুই ম্যাচের জন্য ছিটকে যান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে সবশেষ টেস্টটি খেলেছিল বাংলাদেশ। কনকাশনের কারণে বাদ পড়েছিলেন আগের ম্যাচেই অভিষেক হওয়া জাকের আলি। তিনি থাকছেন ক্যারিবীয়দের বিপক্ষে, তার বদলি হিসেবে আসা মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন।
চট্টগ্রাম টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। জাকেরের সঙ্গে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি খেলবে দুই দল। ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে হবে দ্বিতীয় ম্যাচটি।
এরপর সেন্ট কিটসে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ৩টি ওয়ানডে খেলবে দুইদল। আর ৩টি টি-টোয়েন্টি ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। সবগুলো খেলাই হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।