আঙুলের চোটে পড়ে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ মুশফিক
আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে তার ইনজুরির ধাক্কাটা আরও বড়।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে আঘাত পান মুশফিক। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।
মুশফিকের চোট প্রসঙ্গে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে। ’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর তিন ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলবেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছেন তিনি।