খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের জয়, হারল রিয়াল, ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগে গতরাতে রিয়ালকে ৩-১ ব্যবধানে হারাল এসি মিলান। শুরুতেই মালিক চাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে মিলানকে ফের এগিয়ে নেন আলভারো মোরাতা। তাদের হয়ে শেষ গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয় বিবর্ণ। ফলে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের করা কর্ণার থেকে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান মালিক চাও। পরের মিনিটে অবশ্য সুযোগ পায় রিয়াল। কিন্তু এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মিলান ডিফেন্ডার।

২৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আশা বাঁচিয়ে রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও সেই আসা ভেস্তে যায় ৩৯তম মিনিটে। রিয়াল ডিফেন্ডারকে কাটিয়ে বল বক্সে নিয়ে জালে পাঠানোর চেষ্টা করেন রাফা লেয়াও। যদিও সেটি ঠেকিয়ে দেন লুনিন। তবে ফিরতি শট জালে পাঠান মোরাতা।

পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিরতির পরও থাকে বিবর্ণ। অবশ্য বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে সফল হয়নি। উল্টো মিলান বাড়ায় ব্যবধান। ৭৩তম মিনিটে লেয়াও থেকে পাওয়া বল টেনে নিয়ে লুনিনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন রেইন্ডার্স। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

৪ ম্যাচে স্রেফ ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে অবস্থান রিয়ালের। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মিলান।

 

এদিকে, আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পোর্তিং লিসবন। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সিটি। চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ছুটে যান ফিল ফোডেন। বক্সে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন ইংলিশ এই ফরোয়ার্ড। তবে ৩৮তম মিনিটে তাদের হতাশ করেন ইয়োকেরেস। সতীর্থ থেকে পাওয়া বল টেনে নিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান তিনি।

বিরতির পর আরও দুর্দান্ত হয়ে ওঠে স্পোর্তিং। শুরুতেই এগিয়ে যায় তারা। সতীর্থ থেকে পাওয়া বল টেনে নিয়ে এদেরসনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন তিনি। পরের মিনিটেই সিটির বক্সে ফাউলের শিকার হন স্পোর্তিংয়ের ফ্রান্সিসকে ত্রিনকাও। সফল স্পক কিকে ব্যবধান বাড়ান ইয়োকেরেস। ৬৯তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেলেও পেনাল্টি মিস করেন হালান্ড। ৭৯তম মিনিটে ফের গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়োকেরেস।

আরেক ম্যাচে নিজেদের মাঠে লিভারপুল দারুণ শুরু করলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে ৬১তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন দিয়াস। অ্যারন জোন্স থেকে পাওয়া বল প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

দুই মিনিট পর ব্যবধান বাড়ান কোডি গাকপো। মোহামেদ সালাহর ক্রস ধরে বক্স থেকে ডাইভিং হেডে জাল খুঁজে নেন ডাচ এই তারকা। ৮৩তম মিনিটে গিয়ে ব্যবধান আরও বাড়ান দিয়াস। এই গোলেরও সহায়তা করেন সালাহ। তার দেওয়া ক্রস পায়ের টোকায় জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড। যোগ করা সময় আরও একটি গোল করে হ্যাটট্রিং পূর্ণ করেন তিনি।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিকে হারানো স্পোর্তিং লিসবন। ৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানচেস্টার সিটি। আর বায়ার লেভারকুসেনের অবস্থান ১২ নম্বরে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy