হংকং এ বাংলাদেশকে সেমিফাইনালে তুললেন সাইফউদ্দিন
হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়েছে ইয়াসির আলী রাব্বির দল। আগে ব্যাট করে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ৪৩ রান করে আমিরাত।
সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন মিলে তুলে ফেলেন ৫৯ রান। আল মামুন ৩ ছক্কা ও ২ চারে ১১ বলে ৩১ রান করে বিদায় নিলেও সাইফউদ্দিনকে নিয়ে বাকি সময় অপরাজিত থাকেন জিশান।
জিশান ১৭ বলে ৩৪ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩টি করে ছক্কা ও চার। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন সাইফউদ্দিন। মাত্র ৯ বলের মোকাবিলায় ৩৬ রান করেছেন তিনি। ৫টি ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ১টি চার। বাংলাদেশ রান তুলেছে ১৮.৫০ ইকোনোমি রেটে।
লক্ষ্য তাড়ায় নামা আরব আমিরাত শুরুতেই হারায় ওপেনার আসিফ খানের উইকেট। সাইফউদ্দিনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন আমিরাতের অধিনায়ক। ওই ওভারের শেষ বলে মুহাম্মদ জুহাইবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাইফউদ্দিন।
এরপর আবু হায়দার ১ ওভারে ৭ রান দেওয়ার পর আব্দুল্লাহ আল মামুন বোলিংয়ে এসে এক ওভারেই খরচ করেন ২৮ রান। দ্বিতীয়বার বোলিংয়ে আসা সাইফউদ্দিন দুই বল করার পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।
ব্যাট হাতে ঝড় তোলা সাইফউদ্দিন বোলিংয়ে এসে ৮ বল করে ৭ রান খরচে নেন ২ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।