রোনালদো ঝলকে পর্তুগালের জয়
বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু ঠিকই নিয়মিত প্রতিপক্ষের জাল কাঁপিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তার ক্যারিয়ারের ৯০৬তম গোলের ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এনিয়ে উয়েফা নেশনস লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়ের দেখা পেল তারা।
ঘরের মাঠ ওয়ারশতে ম্যাচের ২৭ মিনিটেই পিছিয়ে পড়ে পোল্যান্ড। দারুণ এক ভলিতে পর্তুগালকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৭ মিনিটে পর্তুগালকে ফের উল্লাসে ভাসান রোনালদো। তবে গোলটির পেছনে বড় কৃতিত্ব আছে রাফায়েল লেয়াওয়ের।
এসি মিলান ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান রোনালদো। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আর ১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে গোল তার।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। বিরতির পর ৭৮ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান পিওতর জেলিনস্কি। কিন্তু ৮৮ মিনিটে উল্টো আত্নঘাতী গোল করে বসেন পোলিশ ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এদিকে ঘরের মাঠে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন মার্তিন জুবিমেন্দি।