খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪

৫১৫ রানের লক্ষ্য পেল বাংলাদেশ!

চেন্নাই টেস্ট জিততে গড়তে হবে রেকর্ড

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিততে হলে রীতিমত পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে। লক্ষ্যটা ৫১৫ রানের। প্রথম ইনিংসে ব্যাটাররা যেভাবে অসহায় আত্মসমর্পন করেছেন তাতে পাহাড় নয়, বলা যায় এভারেস্টেই উঠতে হবে টাইগারদের।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।

টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ।

টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy