খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

রুটের রেকর্ড সেঞ্চুরিতে লর্ডসে ইংল্যান্ডের রাজত্ব

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন জো রুট। দায়িত্বশীল ফিফটি করে দলকে জিতিয়ে ম্যানচেস্টার টেস্টের সমাপ্তি টেনেছিলেন। এবার করলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন জো রুট।

লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি উদযাপন করেছেন ইংলিশ এই ব্যাটার। তার রেকর্ড গড়ার দিনে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৮ রান।

তবে এদিন শুরুটা ভালো হয়নি ইংলিশদের। রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২। ওপেনার ড্যান লরেন্স (৯) ফিরেছেন অল্পতেই। ফের ব্যর্থ ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ (১)। দলীয় ৮২ রানে ফেরেন ভালো খেলতে থাকা বেন ডাকেটও (৪০)।

এরপর চল্লিশোর্ধ জুটি হয় দুটি। তবে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ক্রিস ওকসও সঙ্গ দিতে পারেননি রুটকে। ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন প্রথম দিনই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ড। তবে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকে নিয়ে ইংলিশদের এগিয়ে নিয়ে যান রুট। দুজনে মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৯৩ রান।

দারুণ এই জুটিতেই ব্যক্তিগত শতরানের মাইলফলকে পৌঁছান রুট। অসাধারণ ছন্দে থাকা এই ব্যাটার ৩৩তম সেঞ্চুরি করে অ্যালেস্টার কুকের পাশে বসলেন। লর্ডসে এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ক্রিকেটের মক্কায় এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও।

পেসার অ্যাটকিনসন আট নম্বরে নেমে অপরাজিত আছেন ৮১ বলে ক্যারিয়ার সেরা ৭৪ রান করে। রুট ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রত্নায়েকে ও লাহিরু কুমারা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪২৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৬

ইংল্যান্ড ২ম ইনিংস: ৫৪.৩ ওভারে ২৫১ (আগের দিন ২৫/১) (ডাকেট ২৪, পোপ ১৭, রুট ১০৩, ব্রুক ৩৭, স্মিথ ২৬, ওকস ৫, অ্যাটকিনসন ১৪, পটস ২, স্টোন ৭, বাশির ১*; আসিথা ১৩-০-৫২-৩, কুমারা ১৩.৩-০-৫৩-৩, রাত্নায়েকে ৯-১-৩৬-২, জায়াসুরিয়া ২০-২-১০৫-২)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮৩) ২০ ওভারে ৫৩/২ (মাদুশকা ১৩, কারুনারাত্নে ২৩*, নিসাঙ্কা ১৪, জায়াসুরিয়া ৩*; ওকস ৫-১-৯-০, অ্যাটকিনসন ৪-০-১৫-১, বাশির ৫-০-১১-০, রুট ৪-১-৯-০, পটস ১-০-৮-০, স্টোন ১-০-১-১)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy