জার্কজির শেষ সময়ের গোলে ইউনাইটেডের জয়
প্রিমিয়ার লীগের শুরুটা প্রায় সময়ই ম্যানচেস্টার ইউনাইটেডের ভালোই হয়।অন্তত পরিসংখ্যান তাই বলে। লীগের প্রথম ম্যাচে রেড ডেভিলসদের থেকে বেশি জয় (২২)ও পয়েন্ট(৭০) পায়নি আর কোন দল।সেই ধারা অব্যহত ছিল আরও একটি মৌসুমেও।তবে শনিবার ফুলহ্যামের বিপক্ষে জয়টা সহজে ধরা দেয়নি টেন হেগ শিষ্যদের।গোলশুন্য সমতায় শেষ হতে যাওয়া ম্যাচের শেষ মুহুর্তে ব্যবধান গড়ে দেন ইয়োশুয়া জিকর্জি।
ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ।উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেছেন দলের ডাচ স্ট্রাইকার জিকর্জি।
দুই দলের সবশেষ দেখায় গত ফেব্রুয়ারিত ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড।চ্যাম্পিয়নস লীগের টিকেট নিশ্চিতেত মিশনে থাকা দলটি এবার নিল মধুর প্রতিশোধ। সব দিক থেকেই ম্যাচে ছিল তাদের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহ্যামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে।ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার দক্ষতায় তার কোনটি পায়নি জালের দেখা।
অন্যদিকে বেশ কিছু সুযোগ নষ্ট করে ইউনাইটেডও প্রায় পয়েন্ট হারাতে বসেছিল।ক্যাসমিরো,ফের্নান্দেসরা যখন একের পর এক ব্যর্থ হচ্ছিলেন তখন রেড ডেভিলস শিবিরে স্বস্তি নিয়ে আসেন জিকর্জি।৮৭ তম মিনিট কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন গারনাচো। তার সঙ্গেই বদলি নামা বদলি নামা জিকর্জি নিখুঁত ফিনিশে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এই ডাচ ফরোয়ার্ড।গারনাচোর খানিক পর সুবর্ণ সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।