আলভারেস-ওতামেন্দিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই পদকজয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন লিওনেল মেসি। ফের স্বর্ণজয়ের মিশনে আসন্ন প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার দলে মেসিকে চেয়েছিলেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে ফুটবল জাদুকর আগেই আভাস দিয়েছিলেন যে অলিম্পিকে খেলা হবে না তাঁর। অবশেষে তাই সত্যি হয়েছে।
আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্বর্ণজয়ের মিশনে মেসিকে না পেলেও জুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওতামেন্দিকে দলে পাচ্ছেন কোচ ম্যাশ্চেরানো। অলিম্পিকের জন্য ঘোষিত দলে আলভারেজ-ওতামেন্দিসহ আছেন জাতীয় দলের খেলা তিন ফুটবলার।
অলিম্পিকে ফুটবলে মূলত অনূর্ধ-২৩ দলের টুর্নামেন্ট। তবে নিয়ামানুযায়ী সব দলই ২৩ বছরের বেশি বয়সী তিন জন ফুটবলারকে দলে নিতে পারে। সেই সুযোগেই আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জয়ের মিশনে নামবেন আলভারেজ-ওতামেন্দিরা- এ দুজনের সঙ্গে আরও থাকবেন গোলরক্ষক জিরোনোমা রুল্লি।
অলিম্পিকের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: লেয়ান্দ্রো ব্রে, হেরোনিমো রুলি
ডিফেন্ডার: মার্কো দি সেসার, হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওন
মিডফিল্ডার: এসেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন সেনন
ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান।
বিকল্প: অ্যারন কুইরোজ, ফেডেরিকো রডোন্ডো, ফ্যাব্রিজিও ল্যাকোভিচ, হুয়ান নারদোনি।