ট্রফি উঁচিয়ে ধরেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা
বিশ্বকাপ ট্রফি হাতে উঁচিয়ে ধরেই অবসর ঘোষণা ভারতীয় অধিনায়কের।একটি আন্তর্জাতিক ট্রফির আক্ষেপে পুড়ছিলো রোহিত শর্মা।অবশেষে সেই আক্ষেপ গুছলো এইবার।এইবারের আসরে ভারতীয়দের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক হয়েছেন তিনি।
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর অনেক আশা নিয়েই রোহিত শর্মার হাতে গুরু দায়িত্ব দেয় বিসিসিআই।যদিও এর আগে ৫ বার মুম্বাই ইন্ডিয়ান্সকে ট্রফি জিতানোর সুখস্মৃতি আছে রোহিত শর্মার।তাই তার প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের আশাও ছিলো বেশি।
রোহিত শর্মার অধীনে ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল,২০২৩ ওয়ানডে বিশ্বকাপ,টেস্ট চ্যাম্পিয়িনশীন ফাইনাল খেলে ভারত।তবে কাঙ্কিত সে ট্রফি অধরাই থেকে ছিলো রোহিত ও ভারতের।তবে এইবার আর আক্ষেপে পুড়তে হয়নি তাকে।অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ জিতিয়েই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, “এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।” টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।
রোহিত জানতেন, এটাই তাঁর শেষ সুযোগ। সেই কারণে, ট্রফি জিততে এতটা মরিয়া ছিলেন তিনি। ভারত অধিনায়ক বলেন, “যে দিন থেকে টি-টোয়েন্টি খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।বিশ্বকাপ জিতে উঠে রোহিত জানিয়েছিলেন, এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি। ভারত অধিনায়ক বলেন, “গত ৩-৪ বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তা এক কথায় বলে বোঝাতে পারব না। সত্যি বলতে, দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। ফাইনালে ওঠা ও তা জেতার ক্ষেত্রে পর্দার পিছনে অনেক কিছু ঘটে। তাই এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম।
বিশ্বকাপে প্রথম কিছু ম্যাচে একদম রান পাচ্ছিলেন না রোহিত। তবে পরে জ্বলে উঠে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তিনি। ৮ ম্যাচে ৩৬.৭১ গড় আর ১৫৬.৭০ স্ট্রাইকরেটে ২৫৭ রান করেন ডানহাতি ব্যাটার। সেরা ছন্দে থাকা অবস্থাতেই টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটের এই অন্যতম গ্রেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচ খেলে ৩২.০৫ গড় আর ১৪০.৮৯ স্ট্রাইকরেটে ৪ হাজার ২৩১ রান রোহিতের। এখন পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা রোহিত এই টুর্নামেন্টের ইতিহাসেরও সর্বাধিক রান সংগ্রাহক।
রোহিত শর্মার উজ্জ্বল ক্যারিয়ার এইবার যেনো আরো পরিপূর্ণতা ফেলো।হিটম্যান খ্যাত এই মারকুটে ব্যাটারলে দীর্ঘদিন মনে রাখবেন ভারয়ীয় সমর্থকরা তাতে কোনো সন্দেহ নেই