আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে চলমান ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপের তৃতীয় দিনে রেগু ইভেন্টে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ ২০ মে রেগু ইভেন্টে প্রথম সেটে দুই দলের ১৪-১৪ পয়েন্ট সমান হলে খেলা ১৭ পয়েন্টে গড়ায়।উত্তেজনাপূর্ণ এ খেলায় বাংলাদেশের খেলোয়াড়েরা শ্রীলঙ্কাকে আর কোনো পয়েন্ট না দিয়ে সরাসরি ১৭-১৪ পয়েন্টে প্রথম সেটে জয় তুলে নেয়। দ্বিতীয় সেটে শ্রীলঙ্কার প্রথমদিকে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশ ১৫- ১০ পয়েন্টে সেট জিতে সেমিফাইনালে জায়গা করে নেয়। আগামীকাল ২১ মে সেমিফাইনালে বাংলাদেশ ইরানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ দিনের অপর খেলায় ডাবল ইভেন্টে আশা জাগিয়েও বাংলাদেশ দল নেপালের কাছে ২-১ সেটে পরাজিত হয়।
প্রথম সেটে বাংলাদেশ ১০-১৫ পয়েন্টে হারার পর দ্বিতীয় সেটে ১৫- ১৩ পয়েন্টে নেপালকে হারায়। তৃতীয় সেটে বাংলাদেশ ১৫-৭ পয়েন্টে পরাজিত হয়ে ডাবল ইভেন্টে বাংলাদেশর সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।
এদিকে রেগু ইভেন্টে আগামীকালের সেমিফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর। তিনি বলেন, ইরান খুব ভালো দল।ইরান আগে প্রিমিয়ার বিভাগে খেলতো। আশকরি বাংলাদেশ ভালো খেলে জয়লাভ করবে ও দেশের জন্য সম্মান বয়ে আনবে।
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪