শুরুর দিকটা পেরিয়ে অনেকটা মাঝপথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। ঢাকা-চট্টগ্রাম হয়ে আবার ফিরেছে রাজধানীতে। আজ (সোমবার) থেকে মাঠে গড়াবে এ অংশ। এই পর্বে অনুষ্ঠিত হবে চার ম্যাচ।এর পর সিলেট পর্ব। পঞ্চম ও শেষ পর্ব ফের ঢাকায়। এর আগে চলুন দেখে নিই-পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?
মাশরাফি এবং সাকিবের মধ্যে চলছে শীতল যুদ্ধ। সমান ১০ পয়েন্ট নিয়ে তাঁদের দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল আছে এক এবং দুইয়ে। যদিও রানরেটে এগিয়ে সিলেট। দুই দলই জিতেছে সমান ৫টি করে, হেরেছে একটিতে।
তৃতীয় স্থানটি তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ঢাকায় প্রথম তিন ম্যাচ হারের পর বরিশালের মতো ইম্রুল কায়েসের দলেরও ভাল কেটেছে চট্টগ্রামপর্ব ।
ওদিকে চট্টগ্রামপর্বে ওঠা-নামায় ছিল খুলনা টাইগার্স। প্রথম তিন ম্যাচ হারের পর খালেদ মাহমুদ সুজনের শিষ্যরাও পরের দুই ম্যাচ জিতে নেট রানরেটে চারে উঠে এসেছে। এ মুহুর্তে খুলনা, রংপুর ও চট্টগ্রামের পয়েন্ট সমান (৪ করে)। খুলনা ও চট্টগ্রাম খেলেছে এক ম্যাচ বেশি । খুলনার নেট রান -০.০০৬, রংপুরের -০.৫২৩, আর চট্টগ্রামের -০.৮০২।
অন্যদিকে পায়ের নিচের মাটি খুঁজতে হিমশিম ঢাকা জায়ান্টদের। ব্যাট ও বল হাতে নাসির হোসেন দারুণ পারফরম করলেও ডমিনেটর্সকে জেতাতে ব্যর্থ তিনি। ৬ ম্যাচে একটি মাত্র জয় আর ৫ ম্যাচ হেরে সবার নিচে ঢাকা।