শ্বাসরূদ্ধকর ম্যাচে আর্সেনালের কাছে হারলো ম্যানইউ
শ্বাসরূদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের এক গোল দিয়ে ৩-২ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টে টেবিলে অবস্থানের চেয়ে আর্সেনাল-ম্যানইউ এই ম্যাচটি ছিল মর্যাদার লড়াইও। শেষ পর্যন্ত ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে মুখ রক্ষা করতে পারলো গানাররা। পিছিয়ে পড়েও এমন দুর্দান্তভাবে জেতা যায়, তা দেখাতে পারলো মাইকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্নই রাখলো আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টে টেবিলে অবস্থানের চেয়ে আর্সেনাল-ম্যানইউ এই ম্যাচটি ছিল মর্যাদার লড়াইও। শেষ পর্যন্ত ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে মুখ রক্ষা করতে পারলো গানাররা। পিছিয়ে পড়েও এমন দুর্দান্তভাবে জেতা যায়, তা দেখাতে পারলো মাইকেল আর্তেতার শিষ্যরা।
প্রথমে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন উড়তে থাকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন তিনি। ১৭তম মিনিটে ২৫ গজ দুর থেকে বুলেট গতির এক শটে আর্সেনাল গোলরক্ষক অ্যারোন রামসডেলকে পরাস্ত করেন রাশফোর্ড।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। ২৪ মিনিটেই আর্সেনালকে সমতায় ফেরান এডওয়ার্ড এনকেতিয়া। গ্রানিত শাকার ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে ম্যানইউর জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৫৩তম মিনিটে বাম উইং থেকে অনেকটা ডাইভ দিয়ে অসাধারণ এক নিচু শটে দুর্দান্ত ফিনিশিং ছিলো সাকার। ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল।
এবারও খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। মাত্র ৬ মিনিটের ব্যবধানে, ম্যাচের ৫৯তম মিনিটে ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেক অসাধারণ এক হেডে বল জড়িয়ে দেন আর্সেনালের জালে।
২-২ ব্যবধানে খেলাটি প্রায় শেষের দিকে চলে আসে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে (৯০ মিনিট) মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে খুব ঠাণ্ডা মাথায় ডান পাশের কর্নার দিয়ে বল জড়িয়ে দেন ম্যানইউর জালে। সে সঙ্গে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে আর্সেনাল বুঝিয়ে দিলো কেন তারা এই মৌসুমে সেরা এবং পয়েন্ট টেবিলের শীর্ষে