বিপিএলের চট্টগ্রাম পর্বে আজকের(শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ঔ রংপুর রাইডার্স।এই উত্তেজনায় ঘেরা ম্যাচে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে খুলনা টাইগার্স জয়লাভ করে।
প্রথমে টস হেরে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স।শুরুতেই ব্যাটিং পাওয়ারপ্লেতেও ২৪ রান তুলতেই তিন টপ অর্ডার ব্যাটারের উইকেট হারিয়ে বিপদে পড়া যায় খুলনা।এরপর দলের হাল ধরার চেষ্টা করেন খুলনা অধিনায়ক ইয়াসির আলী রাব্বি এবং উইকেটকিপার ব্যাটার আজম খান।।দলীয় ৭৬ থেকে ৮০ রানের মধ্যে ৩ উইকেট হারালেও আবারও চাপে পড়ে তারা।খুলনার ব্যাটার মোহাম্মদ সাইফুদ্দীন এবং নাহিদুল ইসলামের ব্যাটিং-এর জন্য আবার সম্মানজনক পরিস্থিতিতে ফেরার চেষ্টা করে।ব্যক্তিগত ১৫ রানে নাহিদুল এবং ব্যক্তিগত ২২ রানে সাইফুদ্দীন আউট হলে রানের গতি আবারও কমতে থাকে।শেষমেশ ১৩০ রানে অলআউট হয় তারা।
খুলনার দেয়া ১৩১ রানের লক্ষ্য শুরুতে সহজ মনে হলেও রংপুর রাইডার্সকে চাপের উপর রাখে খুলনার বোলাররা।দলীয় ১ রানেই এই আসরের ইনফর্ম ব্যাটার রনি তালুকদারকে আউট করেন মোহাম্মদ সাইফুদ্দীন।এরপর দলীয় ২২ রানে আরেক ওপেনার সায়েম আইইয়ুব আউট হলে চাপে পড়ে রংপুর।শোয়েব মালেকের নেয়া ৪০ রান কিছুটা চাপমুক্ত করে।শেষের দিকে ব্যাটার শামীম পাটওয়ারি এবং আজমাতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।খুলনার হয়ে মোহাম্মদ সাইফুদ্দীন, ওয়াহাব রিয়াজ এবং নাসুম আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।