‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে মেসিকে স্বাগত জানালেন কাকা
৩৬ বছর পর শিরোপা খরা দূর করে ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে ফুটবলের ইতিহাসে নিজেকে অন্যমাত্রায় নিয়ে গেছেন লাতিন আমেরিকার দলটির জয়ের মূল নায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের বিভিন্ন রেকর্ড দখল করার পাশাপাশি মেসি জায়গা করে নেই একটি অভিজাত ক্লাবে।সেই অভিজাত ক্লাবের নাম “ট্রিপল ক্রাউন”।
মেসিকে ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে স্বাগতম জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি সাবেক ফুটবলার কাকা। ‘ট্রিপল ক্রাউন’ ক্লাবে ঠাই করে নিতে পেরেছেন মাত্র ৯ জন ফুটবলার, যাদের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার কাকাও আছেন।
কাকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ক্লাবে তোমাকে স্বাগতম, লিও মেসি।’
যেসব ফুটবলার একই সাথে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতেছেন তারাই এই ক্লাবের সদস্য। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জেতা মেসি এই ক্লাবের নবম খেলোয়ার হিসেবে যোগ দেন।