ফ্যাক্ট চেক: মেসির স্ত্রীর নামে ফেসবুক আইডিটি ভুয়া
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। তার কমতি নেই বাংলাদেশেও। ইতোমধ্যে বাংলাদেশী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আর তার কৃতিত্ব দিতে ভুলছে না সে দেশ গুলো।
বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানায় খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার মেসির হাতে বাংলাদেশের পতাকা যুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লিগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।
বিষয়টি চোখ এড়ায়নি আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোরও। তবে রিউমার স্ক্যানার বলছে, এটি ভুয়া। মূলত মেসির স্ত্রীর কোনো ফেসবুক আইডি কিংবা পেজ নেই।
সোশ্যাল মিডিয়ায় রোকুজ্জোর একমাত্র ভেরিফায়েড আইডি রয়েছে ইনস্টাগ্রামে। সেখানে বায়োতে তিনি জানিয়েছেন, আমার টুইটার (আইডি) নেই। আমার ফেসবুক (আইডি) নেই।
ফেসবুকে মেসির স্ত্রীর নামে ১৩ লাখ ফলোয়ার থাকা যে আইডি রয়েছে, সেটি ভুয়া। এটি রোকুজ্জো নন, এই পেজটি পরিচালিত হচ্ছে জার্মানি এবং কসোভা থেকে।