স্পেন পরীক্ষায় পাস করতে পারবে তো জার্মানি?
কাতার বিশ্বকাপে এই পর্যন্ত অন্যতম দুইটি অঘটনের মধ্যে একটি হচ্ছে জাপানের কাছ থেকে চার বারের চ্যাম্পিয়ন জার্মানির হেরে যাওয়া। আর সৌদির কাছ থেকে আর্জেন্টিনার হার। তবে গতকাল শক্তিশালী মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রেখেছে মেসির দল। আজ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।
আল-খোরের আল বাইত স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে আজ স্পেনের মুখোমুখি হবে জার্মানি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে গ্রুপ ‘ই’ এর ম্যাচটি।
কোস্টারিকার বিপক্ষে বিশাল জয়ে অনেক আত্মবিশ্বাসী স্পেন। অন্যদিকে প্রথম ম্যাচেই অঘটনের স্বীকার হয় জার্মানি। এখন পর্যন্ত ২৫ বার একে অন্যের বিপক্ষে খেলেছে দল দুটি। জার্মানির জয় ৯টি, স্পেনের ৮টি এবং ড্র হয়েছে বাকি ৮টি ম্যাচ।
এবারের বিশ্বকাপে দুই ইউরোপীয়ান হেভিওয়েট স্পেন ও জার্মানি এই প্রথম কোন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। ফিফা র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা জার্মানী সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১০টি ম্যাচের মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে।
সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে উয়েফা নেশনস লিগে জার্মানির মুখোমুখি হয়েছিল স্পেন। সে ম্যাচে ৬-০ গোলে হেরেছিল জার্মানি। ১৯ বছরের মধ্যে শেষ সাতবারের মোকাবেলায় জার্মানী মাত্র একবার স্পেনকে হারিয়েছে। ২০১৪ সালের নভেম্বরে প্রীতি ম্যাচটিতে ১-০ গোলে জয়ী হয়েছিল জার্মানী।