খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়নদের প্রাইজমানি ৪৩৩ কোটি টাকা

0

কাতার বিশ্বকাপ নিয়ে উত্তেজনায় ফুঁসছে গোটা বিশ্ব। বিনোদনের পাশাপাশি এখানে রয়েছে বিপুল অর্থের ঝনজনানি। জয়ী দল থেকে শুরু করে পরাজিত সকলের জন্যই রয়েছে বিপুল অর্থ পুরস্কার। 

মাঠের লড়াই শুরু না হলেও নানান হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে সমর্থকরা। কোন দল শিরোপা জিতবে কিংবা কোন দল কোন রাউন্ডে বাদ পড়বে। এসব সমীকরণ মেলানোর পাশাপাশি নিজের পছন্দের দল নিয়েও আশাবাদী সমর্থকরা। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপের ২২তম আসর নিয়ে কৌতূহলের সীমা নেই ভক্তদের মাঝে।

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ইতিহাসের সবচেয়ে খরুচে আসরটি। এদিন স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।

বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল সোনালী ট্রফির পাশাপাশি হাবে বিশাল অঙ্কের অর্থ। যার পরিমাণও আকাশ ছোঁয়া। জেনে নেয়া যাক ফিফা বিশ্বকাপের ২২তম আসরে কোন দল কত টাকা পাবে!

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পাবে ৩৮ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ৪৩৩ কোটি ২৪ লাখেরও বেশি।

রানার্সআপ দলের অর্থের পরিমাণটাও কম না। শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলেও  পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি।

এছাড়াও তৃতীয় স্থানে থাকা দলটির জন্য বরাদ্ধ ২৪.৪৫ মিলিয়ন ইউরো বা ২৬০ কোটি টাকা প্রায়। চতুর্থ হওয়া দলের হাতে উঠবে ২২.৬৪ মিলিয়ন ইউরো বা ২৪০ কোটি টাকা প্রায়।

শেষ আটের লড়াইয় থেকে ছিটকে যাওয়া দলগুলো পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো বা ১৬৩ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা প্রায় (কোয়ার্টারের প্রতিটি দলের জন্য)। শেষ ষোলো থেকে বিদায় নেয়া প্রতিটি দলের জন্য বরাদ্ধ থাকবে ১১.৭ মিলিয়ন ইউরো বা ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা করে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy