গ্রুপ বি তে আছে ইংল্যান্ড, ইরান, ওয়েলস এবং ইউএসএ। গ্রুপ এ এর ন্যায় এই গ্রুপটিতেও একটি দল এগিয়ে আছে এবং বাকী ৩টি দল সমান শক্তিধর।
মার্কিন যুক্তরাষ্ট্র:
গ্রেগ বেরহাল্টার কোচ হয়ে এসে ১ বিশ্বকাপ পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবে ব্রাজিল আসরের ন্যায় এবার আর সাদামাটা দল নিয়ে নয়, বরং বেশ শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে ইউএসএ। গোলপোস্টের নিচে দেখা যাবে আর্সেনালের সেকেন্ড চয়েজ ম্যাট টার্নারকে। ডিফেন্স সামলাবে ফুলহামের নিয়মিত মুখ টিম রিয়াল ও রবিনসন, সাথে থাকবে মিলানের সার্জিনো ডেস্ট এবং বরুশিয়ার স্ক্যালি। তারকাখচিত মিডে থাকবে অ্যারসনসন, ম্যাককেনি, অ্যাডামস, মুসাহ। সাথে এট্যাকে যুক্ত হবে জিও রেইনা, উইয়াহ এবং কাপ্তান পুলিসিক। স্পটলাইটটা থাকবে অ্যারনসনের দিকে।
ইরান:
সদ্য ইরানের কোচ হিসেবে নিযুক্ত হয়েছে পর্তুগীজ ভদ্রলোক কার্লেস কুইরোজ। তার দলে স্টার প্লেয়ারদের মধ্যে আছে মেহাররামি, সর্দার আজমাউন, সামান ঘোডোস, জাহানবাকাশ এবং পোর্তোর মেইনম্যান মাহদি তারেমি। স্পটলাইটটাও থাকবে এই পোর্তোর স্ট্রাইকারের উপর।
ওয়েলস:
১৯৫৮ সালের পর প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে চলেছে ওয়েলস, তাই আবেগটাও একটু বেশি। রবার্ট পেজের দলে তারকার ছড়াছড়িও আছে। গোলপোস্টে লেস্টারের ড্যনি ওয়ার্ড ; ডিফেন্সে স্পার্সের বেন ডেভিস, বোর্নমাউথের ক্রিস মেফাম, বার্নলির রবার্টস কিংবা ফরেস্টের উইলিয়ামস, সবগুলাই বড় নাম। মিডে বুড়িয়ে যাওয়া অ্যারন রামসের সাথে ইয়ং ডিলান লেভিট আর ম্যাট স্মিথ ভরসা। এট্যাকে থাকবে হ্যারি উইলসন, কেইফার মোরে, ড্যান জেমস, ব্রেন জনসন আর ভেটেরান গ্যারেথ বেল। স্পটলাইটটা থাকবে ফুলহ্যামের মেইনম্যান হ্যারি উইলসনের দিকেই।
ইংল্যান্ড:
গ্রুপের সবথেকে বড় নাম ইংল্যান্ড যাদের ২৬ জনই বড় তারকা। গ্যারেথ সাউথগেটের আন্ডারে আর হ্যারি কেইনের নেতৃত্বে এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ মিশন এবং বলাবাহুল্য গতবারের রানার্সআপ দলটি এবারও শিরোপার বড় দাবীদার।
গোলপোস্টে পোপ, পিকফোর্ড, রামসডেলের মধ্যে পিকফোর্ডই গ্লাভস পরতে চলেছে। ডিফেন্সে নিয়মিত মুখ হতে পারে ওয়াকার, ট্রিপিয়ার, স্টোনস, আর্নল্ড এবং লুক শ। মিডে ভরসার নাম রাইস, বেলিংহাম, সাথে মাউন্ট-ম্যাডিসনও থাকবে। এট্যাকে নেতৃত্ব দিবে কাপ্তান কেইন, সাথে সৈন্য হিসেবে থাকবে স্টার্লিং, রাশফোর্ড, সাকা, ফোডেনরা। এত এত স্টারের মাঝে স্পটলাইট থাকবে তরুণ মিড জুড বেলিংহামের উপর।