জাতীয় লিগে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ
দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে নিল রংপুর বিভাগ। আগের দিনেই শিরোপার সুবাস পেয়েছিল রংপুর বিভাগ। বুধবার সারলো বাকি আনুষ্ঠানিকতাটুকু। এদিন সকালের সেশনেই ৫ উইকেট হারিয়ে সিলেটের লক্ষ্য টপকে যায় রংপুর। সহজ জয়ে ২০১৪-১৫ মৌসুমের পর আবার চ্যাম্পিয়ন হলো রংপুর।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগের শিরোপা জিততে রংপুরের দরকার ছিল শুধুমাত্র ড্র। আকবর আলীর রংপুর বিভাগকে মাত্র ৮৮ রান তাড়া করতে হতো। সেটাই তারা আজ করেছে সকালের সেশনেই ৫ উইকেট হারিয়ে।
ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে আকবর আলীর দল। পরে তৃতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করেন রিশাদ হোসেন ও মিম মোসাদ্দেক। রিশাদ ২০ রানে আউট হলেও ২৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মিম। শেষদিকে আকবর আলীর ১৮ রানও ভূমিকা রাখে জয়ে।
এর আগে সিলেট প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হওয়ার বিপরীতে রংপুরের সংগ্রহ ছিল ১৮৮ রান।