২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। কিন্তু তার আগেই শুরু হয়েছে ইনজুরির মিছিল। আর সেখানে যুক্ত হয়ে চলেছে একের পর এক বড় নাম।
রিস টপলিঃ গত বিশ্বকাপে ইনফর্ম পেসার টাইমল মিলসের ইনজুরির ফলে দলে সুযোগ মেলে টপলির। তখন নিতান্ত সাদামাটা ফর্মে থাকা টপলি তেমন কিছু করতে পারেনি। কিন্তু এবছরঘুরে এবারের আসরে পরিস্থিতি উল্টো। বিগত দুই সিরিজে আগুন ঝরানো বোলিং করা টপলিকে দেখা হচ্ছিল এই বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশের একজন ক্যান্ডিডেট। কিন্তু শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচের ইনজুরিতে শেষ হয়ে গেলো ইন ফর্ম এই বাঁ-হাতি পেসারের বিশ্বকাপ। কাকতালীয়ভাবে তার বদলে দলে ডাক পেয়েছে টাইমল মিলস।
দুশমান্থে চামিরাঃ শ্রীলঙ্কার নিউ জেনারেশনে কোয়ালিটিফুল স্পিনারের সংখ্যা অনেক, কিন্তু সেই তুলনায় এবং সেই মানের পেসার নাই। ফলে তাদের পেস এট্যাকের মূল দায়িত্ব ছিলো চামিরার উপর। কিন্তু হঠাৎ ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইনফর্ম এই ডান-হাতি পেসারের। তার বদলে দলে ডাক পেয়েছে কুশান রাজিথা।
জস ইঙ্কলিশঃ স্বাগতিকদের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছে জস ইঙ্কলিশ। একদম শেষ মুহুর্তের চোটে দল থেকে বের হয়ে গেলো সে।