শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতলো টাইগাররা। বাংলাদেশকে প্রায় হারের শঙ্কায় ফেলে দিলেও শেষ পর্যন্ত ৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানরা।
শুরুতে ব্যাট হাতে নিয়ে আলো ছড়ালেন আফিফ হোসেন। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৫৮ রান তোলার পর বোলিং-ফিল্ডিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে চেপে ধরতে অবদান রাখলেন মেহেদী হাসান মিরাজ। তার পরেও জয়টা হয়ে গেলো কষ্টার্জিত। কিন্তু দীর্ঘদিন পর এই ফরম্যাটে জিততে না পারা বাংলাদেশের কাছে এই জয়টা পরম স্বস্তির।
আরো পড়ুন
১৭তম ওভারের পর স্বাগতিকদের স্কোর ছিল ৮ উইকেটে ১২৪। সেখান থেকে ১৮তম ওভারে ১৪ রান তোলার পর শেষ দুই ওভারে তাদের প্রয়োজন পড়ে ২১ রান! ১৯ তম ওভারে ১০ রান তুলে শেষটা আরও রোমাঞ্চকর করে তুলে স্বাগতিক দল।
কিন্তু শরিফুল দুই উইকেট তুলে চূড়ান্ত সমাপ্তি টেনে দেন ইনিংসের। প্রথমে ফেরান ম্যাচটা বাঁচিয়ে রাখা আফজাল খানকে। তিনি ১৭ বলে ২৫ রান করেছেন। তার পর জুনায়েদকে বিদায় দিলে ১৯.৪ ওভারে ১৫১ রানেই শেষ হয় আরব আমিরাতের ইনিংস।
পূর্ববর্তী সংবাদ
চূড়ান্ত বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি, দল পেলো না সাকিবের মোনার্ক মার্ট
পরবর্তী সংবাদ