বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়েছেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের নেতৃত্বে আগের মতই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ দলের সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। এদিকে স্কোয়াডে চমক হয়ে এসেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
১৫ সদস্যের মূল স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ।
লাকি ফিফটিনে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। স্ট্যান্ডবাই হিসাবে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।