মাঠের বাইরের সব দ্বন্দ্ব ভুলে মাঠে নেমেই জ্বলে উঠলেন পিএসজির তিন বড় তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। লিলের মাঠে গিয়ে তাদেরকে নিয়ে ছেলেখেলায় মাতে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে গালতিয়েরের দল। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিগের নতুন মৌসুমে প্রথম জয় কাতালানদের।
ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় পিএসজি। মেসির বুদ্ধিদীপ্ত পাসে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেন এমবাপ্পে। নতুন মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখাও পান তিনি।
অ্যাসিস্টের হ্যাটট্রিক করা নেইমার করেছেন জোড়া গোল। মেসি ও আশরাফ হাকিমি করেছেন একটি করে গোল, তাদের অ্যাসিস্টও আছে একটি করে। আর এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পিএসজি।
রবিবারের অন্য ম্যাচে, স্বাগতিকদের মাঠে ম্যাচের ৪৮ সেকেন্ডেই বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের দেখা পেয়ে যান লেভানদোস্কি।ষষ্ঠ মিনিটেই সমতায় ফেরে পিছিয়ে পড়া সোসিয়েদাদ।
৬৬ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন ওসমান দেম্বেলে। দুই মিনিট বাদেই বার্সাকে চালকের আসনে বসান পোলিশ তারকা লেভানদোস্কি। নিজের জোড়া গোলের পাশাপাশি বার্সাকে এগিয়ে নেন ৩-১ গোলে। ৭৯ মিনিটে বার্সেলোনাকে চতুর্থ গোল এনে দেন বদলি নামা আনসু ফাতি। ফলে ৪-১ গোলের বড় জয় পায় জাভি শিষ্যরা।