লা লিগার দুইয়ে মিউজিক্যাল চেয়ার খেলা
লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় পজিশন নিয়ে যেন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। তাওঁ দুই রাইভাল- বার্সা-রিয়ালের মধ্যে। গতকাল সেভিয়াকে হারিয়ে রেয়ালকে সরিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা। কিন্তু, পরের ম্যাচ রেয়াল জিতলে আবারো তারা উঠে আসবে তালিকার দুইয়ে।
গতকালের ম্যাচটা বার্সেলোনা জিতেছে ২-০ ব্যবধানে। দেম্বেলে প্রথমার্ধে এক গোল করলে, ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি।
১৯ গোলে এবার লিগের হাইয়েস্ট গোল স্কোরারও এই আর্জেন্টাইন ম্যাজিশিয়ান।
The 𝓅𝒶𝓈𝓉, 𝚙𝚛𝚎𝚜𝚎𝚗𝚝 and 𝕗𝕦𝕥𝕦𝕣𝕖 of @FCBarcelona. 💎🔥 pic.twitter.com/eQndNCsZok
— LaLiga English (@LaLigaEN) February 28, 2021
মেসি জিতলেও, গোল করেও জিততে পারেনি রোনালদোরা। সেরি আতে টানা নয় বারের চ্যাম্পিয়ন ইয়ভেন্টাস ১-১ ড্র করেছে হেয়াস ভেরোনার সাথে। নেমে গেছে পয়েন্ট টেবিলের তিনে।
এবারের সিজনে রোনালদোর গোলও মেসির সমান, অর্থাৎ ১৯ টি।
FT | ⏱ | Full-time at the Bentegodi.#VeronaJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/YBUoISGVJy
— JuventusFC (@juventusfcen) February 27, 2021
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪টি নিয়ে টানা ২০ ম্যাচে জয় তুলে নিলো ম্যান সিটি। অয়েস্ট হ্যাম কে হারিয়েছে ২-১ গোলে।
ম্যাচ হাইলাইটসঃ
Making it 20 in a row! 😎🔥
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/ec2YiIEvrZ
— Manchester City (@ManCity) February 27, 2021
বুন্দেসলিগায় কোলনকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
🗣️ Hansi #Flick: "It's important for us to be happy with the 5-1 win. We deserved to win by such a high margin."
More pics from #FCBKOE ➡️ https://t.co/OvRJA20sO9#FCBayern #MiaSanMia pic.twitter.com/shVAGG9Qjz
— FC Bayern English (@FCBayernEN) February 28, 2021
লিগ অয়ানে প্যারিস ৪-০ গোলে হারিয়েছে দিজোকে। এমবাপ্পে করেন জোড়া গোল।
❤️💙 pic.twitter.com/2E1qJdC2gG
— Paris Saint-Germain (@PSG_English) February 28, 2021