ওয়ানডে ফরম্যাট বাদ দেয়ার পরামর্শ ওয়াসিম আকরামের
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বুধবার আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে বাংলাদেশের প্রিয় ফরম্যাট অর্থাৎ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টের শো’য়ের সময় আকরাম বলেন, ‘ক্রিকেট নীতি নির্ধারকদের উচিত ৫০ ওভারের ম্যাচ বাতিল করে দেয়া। একজন ধারাভাষ্যকার হিসেবে, একদিনের ক্রিকেটকে আমি খুব দীর্ঘ বলে মনে করি।’
আকরাম আরো বলেন, আসলেই বন্ধ করে দওয়া উচিত। ইংল্যান্ডে স্টেডিয়ামগুলোতে গ্যালারিজুড়ে দর্শক থাকে। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে ম্যাচের সময় উল্টো দেখা যায়। গ্যালারিতে দর্শক তেমন থাকে না।’
তিনি বলেন, ‘শুধুমাত্র ওয়ান ডে খেলার জন্যেই তারা খেলছে। প্রথম দশ ওভার পর, শুধু একটা রান পান, একটা বাউন্ডারি পান, চারজন ফিল্ডার, এবং আপনি ৪০ ওভারে ২০০, ২০০ রান করতে পারেন। এবং তারপর শেষ দশ ওভার। আরো ১০০। এটা তো অস্বাভাবিক কিছু না।’
সোমবার ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন ওয়াসিম।