মেসি-নেইমার-এমবাপ্পেদের কোচ হচ্ছেন গালটিয়ের
অবশেষে অনেক জল ঘোলার পর পচেত্তিনোর রিপ্লেসমেন্টে পিএসজির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছে ক্রিস্টোফা গালটিয়ের। তিনি আর কেউ নন, লিগ ওয়ানের ক্লাব নিসের কোচ গালটিয়ের। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, তাকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা এখন সময়ের দাবি পিএসজির।
ক্রিস্টোফা গালটিয়েরকে আনতে পিএসজির গুনতে হচ্ছে ১০ মিলিয়ন ইউরো। যা দিতে হবে নিসকে। শুরুতে ৫ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে নিস। গালটিয়ের সাথে দুই বছরের চুক্তি করছে পিএসজি।
🚨 Selon nos infos, il ne reste désormais que des détails qui vont se régler demain avant que Christophe Galtier ne devienne le coach du PSG. Le technicien français, qui va donc quitter Nice, a trouvé un accord avec Paris autour d’un contrat de deux ans avec une année en option.
— RMC Sport (@RMCsport) June 22, 2022
দেড় বছর আগে পিএসজির দায়িত্ব নেওয়া পচেত্তিনোর বিকল্প হিসেবে কে আসছেন, তা নিয়ে কয়েক দিন ধরেই ছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল জিনেদিন জিদানের নামও। কিন্তু ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে বিভোর তিনি।
পিএসজি মালিক নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমরা বেশ কয়েক জন কোচের নাম চূড়ান্ত তালিকায় রেখেছি। নিসের সঙ্গে আমাদের কথাবার্তা যে চলছে, তা গোপন করারও কিছু নেই।’
Le salaire de Mauricio Pochettino au PSG est d’environ 1,1 M€/mois brut.
Cela fait évidement de lui l’entraîneur le mieux payé en Ligue 1, devant Jorge Sampaoli et Christophe Galtier qui émargent à 330 K€/mois.
(L’ÉQUIPE)
— Hadrien Grenier (@hadrien_grenier) March 21, 2022
গালটিয়ের কোচ হিসেবে জিতেছেন দুইটি ট্রফি। প্রথমটি ২০১২-‘১৩ মৌসুমে সেন্ট এটিনকে কোপা দে লা লিগ জেতান। এবং ২০২০-‘২১ মৌসুমে ফরাসি লিগ-১ চ্যাম্পিয়ন হয়েছিল লিল। যা পিএসজি থেকে এক পয়েন্ট এগিয়ে ছিল লিল।