১০৩ রানে অলআউট বাংলাদেশ
২০১৮ সালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিন্ম ৪৩ রানে অলআউট হয়ে ছিল বাংলাদেশ। ঠিক চার বছর পর অ্যান্টিগায় আবারও সেই লজ্জার রেকর্ডের সঙ্গী সফরকারী। এবার অবশ্য কিছুটা ভালো অবস্থানে।
৪৫ রানে ৬ উইকেট হারানো শেষ পর্যন্ত অধিনায়ক সাকিব আল হাসানের ফিফটিতে দলীয় ১০৩ রানে থামে অ্যান্টিগায় টাইগারদের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬ চার ও ১ ছয়ে ৬৭ বলে ৫১ রান করেন সাকিব।
দেশের মাটিতে গেল শ্রীলঙ্কা সিরিজে দ্বিতীয় টেস্টের মত এবারও ছয় ব্যাটার সাজ ঘরে ফিরে রানের খাতা খোলার আগেই। যার মধ্যে উল্লেখ্যযোগ্য ভাবে বলতে গেলে সদ্য টেস্ট অধিনায়ক থেকে ইস্তফা দেয়া মুমিনুল হকের নাম থাকবে সবার উপরে। কেননা এই ব্যাটার টেস্ট ক্যারিয়ারে শেষ ৯ ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ভিজিটেই।
মুমিনুল ছাড়া শূন্য রানে ফিরা ব্যাটাররা হচ্ছে মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস আর আলজেরি জোসেফ নেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট কেমার রোচ আর কাইল মায়ার্সের।