আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বার্সেলোনার অবামেয়াং
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক পিয়েরে এমরিক অবামেয়াং। ৩২ বছর বয়সী অবামেয়াংয়ের অবসর নেওয়ার খবরটি নিশ্চিত করেছে গ্যাবন ফুটবল ফেডারেশন।
জাতীয় দলের জার্সিতে ১৩ বছরের ক্যারিয়ারে ৭২ ম্যাচে ৩০ গোল করেছেন অবামেয়াং। অবামেয়াং যখন পূর্ণাঙ্গ ফর্মে ছিলেন তখন ২০১২ সালে গ্যাবন আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আন্তর্জাতিক অঙ্গনে এটাই এখন পর্যন্ত গ্যাবনের সেরা
পারফরমেন্স।
জাতীয় দল থেকে অবসরের প্রসঙ্গে সমর্থকদের এক খোলা চিঠিতে বার্সা তারকা জানান, ‘১৩ বছর নিজের দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জনের পর আমি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। ভালো ও খারাপ সময়ে গ্যাবনিজরা যেভাবে সমর্থন দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। কোচ, স্টাফ সতীর্থদেরও ধন্যবাদ। সব শেষে বাবাকে ধন্যবাদ, এই জার্সি পরে তার পথে হাঁটার প্রেরণাটা আমি তার কাছ থেকেই পেয়েছি।’
Pierre-Emerick Aubameyang has announced his retirement from international football with Gabon.
Aubameyang represented his nation for over 10 years and wore the captain's armband 🇬🇦 pic.twitter.com/3akgB4Of6H
— GOAL News (@GoalNews) May 18, 2022
চলতি মৌসুমের শীতকালীন দলবদলে আর্সেনাল ছেড়ে ফ্রিতে বার্সেলোনাতে যোগ দেন অবামেয়াং। বার্সেলোনায় যোগ দেওয়ার পর দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। বার্সার জার্সিতে ১৬ ম্যাচে করেছেন ১১ গোল। ক্লাব ক্যারিয়ার চালিয়ে গেলেও হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন সাবেক এই এসি মিলান খেলোয়াড়।