জুভেন্টাসকে হারিয়ে সুপার কাপের শিরোপা ইন্টারের, ডি ব্রুইন ঝড়ে উড়ে গেল উলভস
কেভিন ডি ব্রুইনের এক স্বপ্নের মতো রাত কাটলো। একাই হ্যাট্রিক সহ ৪ গোল করে উড়িয়ে দিলেন উলভারহ্যাম্পটনকে। অন্যদিকে, রুদ্ধশ্বাস এক ফাইনালে জুভেন্টাসকে হারালো ইন্টার মিলান। ১১ বছর পর তারা জিতলো ইতালিয়ান কাপের শিরোপা।
বুধবার রাতে ডি ব্রুইনের অতিমানবীয় পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির অপর গোলটি করেন রহিম স্টার্লিং।
উলভসের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার পাস থেকে জাল খুঁজে নেন ডে ব্রুইন। চার মিনিট পরই অবশ্য সমতায় ফিরেছিল উলভসরা। একাদশ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করেন তারা। ওই পর্যন্তই। এরপর ডি ব্রুইনের তাণ্ডবে ছারখার স্বাগতিকরা।
রাতের অন্যম্যাচে, বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার। ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা।
ম্যাচে ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস।
৫০তম মিনিটে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস উজ্জীবিত হয়ে উঠে।কিন্তু ৮০ মিনিটে সফল স্পট কিকে কানহানোগ্নু ইন্টারকে সমতায় ফেরালে জমে উঠে ম্যাচ। এর পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখান থেকে ভাগ্য গড়ে ইন্টার।