সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান
হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ডের অবসরের ঘোষণার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কাইরন পোলার্ড। অথচ কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দল তো নেতৃত্বহীন থাকতে পারে না, তাই এই পরিস্থিতিতে নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হলো নিকোলাস পুরানকে।
মঙ্গলবার বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) পরিচালক জিমি অ্যাডামস বলেছেন,‘আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দলের মধ্যে সম্মান পাওয়া বিচারে সাদা বলে অধিনায়কত্ব করতে প্রস্তুত নিকোলাস।’
এদিকে নেতৃত্ব পেয়ে দারুণ খুশি পুরান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন,‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়ে সত্যিই গর্ব অনুভব করছি। বহু কিংবদন্তী ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুবিশাল ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব।’