ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ জুভেন্টাস, জয় পেয়েছে রিয়াল-সিটি-পিএসজি
ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ বর্তমান ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেমিতে ফিওরেন্তিনোকে ২-০ গোলে হারায় তারা। অন্যদিকে, লা-লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া পেনাল্টি মিস করলেন বেনজেমা। ঘরের মাঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ব্রাইটনকে হারিয়ে ফের দখল করে নিল ইপিএলের এক নম্বর স্থান। বুধবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অঁজের বিপক্ষে জয় তুলে নিয়েছে পিএসজি। ৩-০ গোলের সহজ জয় তুলে নিল পচেত্তিনোর দল।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের এগিয়ে থাকায় পা রাখে জুভেন্টাস।
ঘরের মাঠে ৩২তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির দারুণ ভলিতে এগিয়ে যায় জুভেন্টাস। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান দানিলো।
আগামী ১১ মে শিরোপা লড়াইয়ে জুভেন্টাস খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। আগের দিন শেষ চারের দ্বিতীয় লেগে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার।
বুধবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে ডেভিড আলাবা প্রতিযোগিতার সফলতম দলটিকে এগিয়ে নেওয়ার পর সমতা আনেন আন্তে বুদেমির। প্রথমার্ধের শেষ দিকে মার্কো আসেনসিও ফের এগিয়ে নেন দলকে।
তবে দারুণ ছন্দে থাকা করিম বেনজেমার দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে দুটি স্পট কিকে গোল করতে ব্যর্থ হলেও ওসাসুনার মাঠে পূর্ণ তিন পয়েন্টই পেল কার্লো আনচেলত্তির দল।
এই জয়ে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৭৮। পরের ম্যাচ খেলতে মাঠে নামার আগেই শিরোপা পুনরুদ্ধার করে ফেলতে পারে তারা। বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচ দুটির ফল পক্ষে এলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মাদ্রিদের দলটি।
রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে এগিয়ে চলেছে এ বারের ইপিএল খেতাবি লড়াই। মঙ্গলবার ম্যান ইউকে ৪-০ উড়িয়ে দিয়ে এক নম্বরে উঠে এসেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। চব্বিশ ঘণ্টার মধ্যে পাল্টে গেল ছবি। ঘরের মাঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ৩-০ ব্রাইটনকে হারিয়ে ফের দখল করে নিল এক নম্বর স্থান।
বুধবার রাতের অন্যম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অঁজের মাঠ স্টেড রেমন্ডে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস ও মার্কুইনেস। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।