ইউরোপা লিগ থেকেও বিদায় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবার ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল দলটি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে দলটি। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিল জার্মান ক্লাবটি।
ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগের অগ্রগামীতায় ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে জার্মান ক্লাবটি।
পুরো ম্যাচে ৭৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার । তবে আক্রমণে পিছিয়ে ছিলো জাভির শিষ্যরা। অন্যদিকে, বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঢের এগিয়ে ছিল ফ্রাঙ্কফুর্ট।
ফিরতি লেগের ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। কোস্তিক ম্যাচ শুরুর চার মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। মৌরি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে কোস্তিক আবারও লক্ষ্যভেদ করে বার্সাকে প্রায় ছিটকে দেন।
যোগ করা সময়ে বার্সেলোনা নাটকীয়ভাবে ঘুরে দাড়ানোর চেষ্টা করে। বুসকেটস যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান কমান। মেমফিস দিপাই শেষ মুহুর্তে স্কোরলাইন ৩-২ করলেও হার এড়াতে পারেননি।
শেষের দিকে জার্মান ক্লাবটি ১০ জন নিয়ে খেলেছে। তবুও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ফ্রাঙ্কফুর্টের।
এর আগে ইউরোপা লিগে বার্সেলোনা শেষ ১৬ থেকে নিজেদের অভিযান শুরু করেছিল। প্রথম লেগে ঘরের মাঠে তুরস্কের গালাতাসারাইয়ের সঙ্গে ড্র করে। ফিরতি লেগে তাদের মাঠে ২-১ গোলে জিতে শেষ আটে খেলা নিশ্চিত করে।