প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার সাউদি
২০২১-২২ মৌসুমে দারুণ ধারাবাহিকতার স্বীকৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন টিম সাউদি। এছাড়া টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার ডেভন কনওয়ে ও টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ট্রেন্ট বোল্ট।
ক্যারিয়ারে প্রথমবারের মতো এ সম্মানজনক পুরস্কার জিতলেন সাউদি। ২০২১-২২ মৌসুমে বল হাতে টেস্টে ২৩ দশমিক ৮৮ গড়ে ৩৬ উইকেট শিকার করেন এই কিউই পেসার। এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে শিরোপা জেতানো ম্যাচটিও অন্তর্ভুক্ত।
এছাড়াও এই সময়ে টেস্টে তার সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। মাত্র ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন সাউদি।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরষ্কারের পদক নিজের করে নিয়ে বেশ উচ্ছ্বসিত টিম সাউদি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে এখন সাউদি, পুরস্কৃত হওয়ার পর সেখান থেকে তিনি বললেন, ‘এই সম্মানজনক পুরস্কার জিতে আমি বিরাট সম্মানিত। বড় হওয়া বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ডের কীর্তি সম্পর্কে সব জানতাম। এই বছর তার অ্যাওয়ার্ড জিততে পেরে আমি বিনীত।’
অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকানো উইল ইয়ং নির্বাচিত হয়েছেন ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা। অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়ে ৬৩.৯১ গড়ে ৭৬৭ রান সংগ্রহ করে নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়।