২য় দিনে খেলা হলো মাত্র ৩৮ বল!
মিরপুরে খেলা শুরুর মাত্র ৬.২ ওভার পরেই ফের বৃষ্টি বাঁধায় ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা। এর আগে আলোক স্বল্পতায় নির্ধারিত ৩৩ ওভার বাকি থাকতেই সমাপ্তি ঘটে প্রথম দিনের খেলা। আজও বৃষ্টির দাপটে দুই ঘণ্টা বাকি থাকতেই দ্বিতীয় দিন শেষের ঘোষণা দিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে ব্যাট চালাতে থাকে পাকিস্তানের দুই ব্যাটার। পেসারদের জন্য আদর্শ কন্ডিশনে উল্টো বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করে দিনের প্রথম সেশনে ৩৮ বলে ২৭ রান আসে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আজহার আলী আর বাবর আজমের ব্যাট থেকে। দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি। সব মিলিয়ে দ্বিতীয় দিনে আজার আলির ফিফটিতে ৬৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৮ রান।