কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দিয়াবাতের পেনাল্টি আটকে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস।
গত ম্যাচে পুলিশের কাছে হারের পর এবার ড্র করল কিংস। অপরদিকে, আবাহনীর এটি টানা দ্বিতীয় ড্র।
এই ড্রয়ের পরও কিংসের শীর্ষস্থান নড়চড় হয়নি।
দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসকে প্রায় হারিয়েই দিচ্ছিল আবাহনী লিমিটেড।
কিন্তু আজ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে গোলকিপার আনিসুর রহমানের নৈপুণ্যে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে কিংস।
জোড়া গোল করে আবাহনীকে ম্যাচে ফিরিয়ে আনা সুলেমান দিয়াবাতের ৭০ মিনিটে নেওয়া দ্বিতীয় পেনাল্টি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন আনিসুর।
শেষ দিকে শেখ মোরছালিনের শটও আটকেছেন তিনি। শেষ পর্যন্ত আবাহনী ও কিংস দুই দলই মাঠ ছেড়েছে ২-২ সমতায়।

