খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫

কিংস-মোহামেডান লড়াইয়ে জেতেনি কোনো দল

ফেডারেশন কাপ

ফেডারেশন কাপে আজ (মঙ্গলবার) একটি ম্যাচই ছিল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার ম্যাচে জেতেনি কোনো দল। খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।  

ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে এবারের ফেডারেশন কাপ শুরু করেছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি মারিও গোমেজের দল।

এই ড্রয়ে পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘রোড টু ফাইনাল’-এ ওঠার সম্ভাবনা বাড়িয়েছে মোহামেডান।
অন্যদিকে পয়েন্ট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল কিংস। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ স্থানে আছে দলটি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy