২০ ডিসেম্বর ছিল কিলিয়ান এমবাপ্পের ২৭তম জন্মদিন। আর এদিনই রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরাসি তারকা।
স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার–বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো ও এমবাপ্পের।
শনিবার রাতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
২০২৫ সালে এটি তাঁর ৫৯তম গোল। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনালদোও।
ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ইতিহাসে একই বছরে এর চেয়ে বেশি গোল আর কারও নেই।


