কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারে ২০২৫ বছরের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দশম অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
অনুমিতভাবেই ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টে ২০২৫ সালের বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন উসমান দেম্বেলে।
একইভাবে, ব্যালন ডি’অরের মতো ২০২৫ সালে ফিফা দ্য বেস্টেও সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হলেন বোনমাতি।
ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন।
দোহায় মোট ১২ ক্যাটাগরিতে সেরার পুরস্কার তুলে দিয়েছে ফিফা। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছরের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় দেয়া হয়েছে ফিফা দ্য বেস্ট ২০২৫ সালের পুরষ্কার।
এক ঘণ্টার কম সময়ের মধ্যেই শেষ হওয়া এই আনুষ্ঠানিকতায় বেস্ট ইলেভেনে জয়জয়কার পিএসজির।
দেম্বেলেসহ ছয় ফুটবলার আছেন সেরা একাদশে। বার্সেলোনা থেকে দুই আর রিয়াল মাদ্রিদ থেকে একজন জায়গা করে নিয়েছেন তালিকায়।
‘ফিফা দ্য বেস্ট’ কারা কোন পুরস্কার জিতলেন এক নজরে দেখে নেয়া যাক-
১. বর্ষসেরা নারী ফুটবলার- আইতানা বোনমাতি
২. বর্ষসেরা পুরুষ ফুটবলার- উসমান দেম্বেলে
৩. বর্ষসেরা নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন
৪. বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা
৫. বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান
৬. বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে
৭. মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে
৮. পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল
৯. ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা
১০. ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ
১১. বর্ষসেরা একাদশ (পুরুষ)-
- গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা
- ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস
- মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো
- ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে
১২. বর্ষসেরা একাদশ (নারী)-
- গোলকিপার: হানা হ্যাম্পটন
- ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে
- মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা
- ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস

