১০ জনের এভারটনের বিপক্ষে হারল ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিল। শেষ পাঁচ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। তবে সোমবার (২৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে ১০ জনের এভারটনের বিপক্ষে হেরে আবারও বড় এক ধাক্কা খেল আমোরিমের দল।
ম্যাচের ১৩ মিনিটের খেলা চলাকালীন অবিশ্বাস্য এক দৃশ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের একটি শট এভারটনের পোস্টের বাইরে লক্ষ্যভ্রষ্ট হয়।
এভারটন রক্ষণ বল ‘ক্লিয়ার’ করতে না পারার ফল হিসেবে শটটি নেওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড।
সম্ভবত এ নিয়েই কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন এভারটনের ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে ও সেন্টারব্যাক মাইকেল কিন। উত্তপ্ত সেই পরিস্থিতিতে গুয়ে মেজাজ হারিয়ে কিনের মুখে চড়ও মারেন।


