খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল লড়াই শুরু

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নতুন সাজে সেজে উঠেছে তৃতীয় ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। রোমাঞ্চকর শুরুর দিনে বিদায় হয়েছে চার দলের। শেষ আটের টিকিটের লড়াই হবে কাল।  

রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত স্টেডিয়ামের ভেতর-বাহির।
ভেতরে ‘গোল…গোল…গোল’ থিম সংয়ের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দঘন পরিবেশে উৎসবমুখর হয়ে ওঠে পুরো চত্বর।

এমন উৎসবের আবহেই আজ সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে টুর্নামেন্টের তৃতীয় আসর।
উদ্বোধনী ম্যাচে সমর্থকদের উল্লাসের পাশাপাশি হারের আক্ষেপ আর প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা মিলিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চট্টগ্রাম পর্ব পেয়েছে বর্ণিল সূচনা।

চট্টগ্রামে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল লড়াই শুরুইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের প্রথম দিনে জয় পেয়েছে-

  • ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম
  • চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি
  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

নকআউটভিত্তিক টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।
চট্টগ্রামের আঞ্চলিক পর্বে ‘বাই’ পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম আগামীকাল মাঠে নামবে।
আগামীকালই ঠিক হবে চট্টগ্রাম অঞ্চল থেকে কোন দুটি দল যাচ্ছে শেষ আটে।

চট্টগ্রামে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল লড়াই শুরু

অন্যদিকে প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে-

  • বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
  • চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও
  • পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy