জাতীয় দলের স্কোয়াডে কিউবা মিচেল
৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ছয় দিন পর বাফুফে ঘোষণা করে ২৭ জনের প্রাথমিক স্কোয়াড।
আজ (৯ নভেম্বর, রোববার) ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ও ফর্টিসের মোরশেদ আলী।
১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।
তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা।
১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল এই দুই ম্যাচের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। তার সঙ্গে ডাক পেয়েছেন ফর্টিস এফসির মোরশেদ আলীও।

